দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
কোনো ছুটি না নিয়েই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের (শেবামেক) এনাটমি বিভাগের এক মেডিকেল টেকনোলজিস্ট ২৮ দিন অনুপস্থিত রয়েছেন।
এদিকে অভিযোগ অস্বীকার করেছেন মাহমুদা খানম। মোবাইলে তিনি জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তিনি মার্চ মাসের শেষ দিন পর্যন্ত অফিস করেছেন। এরপর শারীরিকভাবে অসুস্থ বোধ করায় কর্তৃপক্ষের কাছে ছুটির দরখাস্ত দিয়েছেন।
এর কিছুদিন পরই লকডাউন শুরু হলে যানবাহন সংকটের কারণে গৌরনদী উপজেলার বাসস্থান থেকে অফিসে যেতে পারছেন না। ছুটির দরখাস্ত প্রসঙ্গে জানতে চাইলে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা সুশীল চন্দ্র জানান, মাহমুদা খানম একটি ছুটির দরখাস্ত দিয়েছিলেন, কিন্তু কর্তৃপক্ষ সেটি পাস করেনি। দরখাস্ত পাস হওয়ার আগেই তিনি অফিসে আসা বন্ধ করে দেন।
এ প্রসঙ্গে কলেজের প্রশাসনিক বিভাগের প্রধান সহকারী দীপক চন্দ্র জানান, মৌখিকভাবে তারা এ ব্যাপারে শুনেছেন, এখনও লিখিতভাবে বিভাগ থেকে তাদের জানানো হয়নি। কলেজের অধ্যক্ষ ডা. এসএম সরোয়ার জানান, বিষয়টি মৌখিকভাবে শোনার পরপরই সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বরতদের ডেকেছেন তিনি। মাহমুদা খানমের বিষয়টি লিখিতভাবে জানাতে বলা হয়েছে
-যুগান্তর