1. admin@dipkanthonews24.com : admin :
লালমোহনে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৫ - দ্বীপকন্ঠ নিউজ ২৪
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় রাতের আঁধারে জমি দখল করে দোকান তোলার অভিযোগ মনপুরায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সহায়তার ৩ লক্ষ টাকার চেক বিতরন কলাপাড়ায় রাতের আধারে জমি জখলের প্রতিবাদে সংবাদ মম্মেলন মনপুরা রোগীদের সহায়তার ৩ লক্ষ টাকার চেক বিতরন লালমোহনে রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল মনপুরায় গাঁজাসহ এক মুদি ব্যবসায়ী আটক ইসলামিক ফাউন্ডেশনে স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ভোলায় রাসূল(সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত নেতা ও বাংলাদেশের স্বাধীনতার স্থপতি- এমপি শাওন বাউফলে ৩ শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগে ব্যবসায়ী আটক

লালমোহনে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৫

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরমোল্লাজী গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, ওই গ্রামের শফিউল্লাহ মাঝি, তার স্ত্রী মনেরা বেগম, ছেলে মো: জসিম, জসিমের স্ত্রী মিনারা ও বোন পারভীন। আহতরা বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা জানায়, শফিউল্লাহ মাঝির সাথে একই গ্রামের মোঃ হোসেন গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এনিয়ে শফিউল্লাহ মাঝি গংরা, আদালতে মামলা করলে উভয় পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন আদালত। তবে রবিবার সকালে ওই জমিতে ঘাস যান শফিউল্লাহ মাঝির ছেলে মোঃ জসিম।

এসময় মোঃ হোসেন, তার ছেলে আবুল কালাম, নাতি নয়নসহ আরও কয়েকজন মিলে জসিমের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় জসিম কে বাঁচাতে তার বোন পারভীন এগিয়ে গেলে তাকেও মারধর করে গুরুতর আহত করে হামলাকারীরা। এদিকে শফিউল্লাহ মাঝি গংদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করে নিজেই হামলার শিকার হয়েছেন বলে জানান আবুল কালাম। রবিবার সকালে লালমোহন থানায় দায়িত্বরত ডিউটি অফিসার এএসআই দীপক বলেন, রবিবার সকালে উভয় পক্ষই থানায় এসেছিল। তবে কোনও পক্ষই লিখিত অভিযোগ করেনি।

এদিকে ঘাস কাটার মতো তুচ্ছ ঘটনায় হামলা চালিয়ে নারীসহ পাঁচজনকে আহত করার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!