ভোলার চরফ্যাশন উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ, শিক্ষক, প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা আল নোমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো মহিউদ্দিন, অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র প্রমুখ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, চরফ্যাশন সরকারি টিভি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুন নাহার স্নিগ্ধা, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ অধ্যক্ষ নীলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র, শ্রেষ্ঠ কলেজ শিক্ষক আলাউদ্দিন, মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক তাছলিমা বেগম, সামছুন নাহার স্নিগ্ধা, মাদ্রার সুপার মাওঃ ছালেহ উদ্দিনসহ শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।
Leave a Reply