দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র আশরাফুল আহসান জিতুকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৯ জুন) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাতে চাঞ্চল্যকর শিক্ষক খুনের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী জিতুর বাবা উজ্জ্বলকে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত শনিবার দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপলকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে তারই এক শিক্ষার্থী। এ ঘটনায় রবিবার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা করেন।
Like this:
Like Loading...
Leave a Reply