এম এ অন্তর হাওলাদার
ভোলা বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারের বিআরটিসি কৃষি উপকরণ ডিলার মো. নাছির এর কাছ হতে কাচিয়া ২নং ওয়ার্ডের মো. বিল্লাল দুই বোস্ত বাইশ ধান ক্রয় করে বাড়ীতে নিয়ে দেখে বোরো ধান। ধান বীজের প্যাকেটে লেখা বোরো ধান আর কোম্পানি ডিলার বলছে বাইশ ধান (আমন)। বিপাকে পড়ছেন কৃষক।
কৃষক মো. বিল্লাল জানান, বুধবার বিকালে বোরহানগঞ্জ বাজারের বিআরটিসি কৃষি উপকরণ ডিলার মো. নাছির ভাই’র কাছ হতে দুই বস্তা বাইশ বীজ ধান ক্রয় করি ১৮শত টাকা দিয়ে। নাছির ভাই ওই সময় বলেন, এগুলো সরকারি বীজ ধান। ধান বীজের বস্তা নিয়ে বাড়ীতে আসি। হঠাৎ আমার ধান বীজের বস্তার উপর নজর পড়লো, দেখি হাতে লেখা। একজন দিয়ে পড়াইয়া দেখি মনোয়ারা সীডস কোম্পানি’র বোরোধান। এগুলো সরকারি ধান না। এতে আমি চিন্তায় পড়ি। ওই দুই বস্তা বীজ ধান নিয়ে বোরহানউদ্দিন বাজারে ধান বীজ বিক্রেতাদের কাছে আসি। তারা ধান বীজের বস্তা খুলে দেখে বলেন, এগুলো বোরোধান। ব্যবসায়ীরা নাছির ভাই কে ফোন দিলে প্রথমে সে বলে এগুলো ধান ঠিক আছে। পরে লোক দিয়ে আমার কাছ হতে ওই দুই বস্তা ধান বীজ টাকা দিয়ে নেয়ার চেষ্টা করেন নাছির ভাই। বৃহস্পতিবার বিকালে কৃষি অফিসে ওই বীজ ধানের বস্তা নিয়ে দেখি কৃষি স্যার নাই। আমি যদি না দেখে এগুলো রোপন করতাম তাহলে আমি অনেক ক্ষতিগ্রস্ত হতাম। অনেক কৃষক এ ধান বীজ নিয়ে রোপন করছে তাদের কি অবস্থা হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করে ওই কৃষক আরোও বলেন, আমরা কৃষকরা এ বীজ দিয়ে ফসল করলে সবাই ধান হতে ভাত খায়। কৃষকরা অশিক্ষিত কারনে আমাদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করছে সবাই। এ সরকারি ডিলার আমার সাথে সরকারি বীজ বলে কোম্পানির বীজ তাও বোরো ধান বীজ দিয়ে যে প্রতারণা করছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছি। আর কেউ যাতে কোন কৃষকের সাথে এ ধরনের প্রতারণা করার সাহস না পায়। তিনি আরোও জানান, আগামীকাল ইউএনও স্যারের কাছে এবং কৃষি অফিসারের কাছে ওই ডিলারের বিরুদ্ধে অভিযোগ দিব।
এব্যাপারে বোরহানগঞ্জ বাজারের বিআরটিসি কৃষি উপকরণের ডিলার মো. নাছির জানান, কৃষকের কাছে বাইশ বীজ ধান বিক্রি করছি। বস্তার ভিতর ধান ঠিক আছে।
এব্যাপারে মনোয়ারা সীডস কোম্পানি’র বরিশাল ডিভিশনাল সেলস্ ম্যানেজার মো. মাইনুল ইসলাম জানান, দুই একটা বীজের বস্তায় ভুল বশত বোরো ধান বীজ লেখা থাকতে পারে। তবে বস্তার ভিতর বাইশ ধান ঠিক আছে তিনি দাবী করেন।
এব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো. শামীম এর দৃষ্টি আকর্ষন করার চেষ্টা কালে তিনি জানান জরুরী মিটিং রয়েছে।
Leave a Reply