কলাপাড়ায় শানু ফকির (৪৭) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে কলাপাড়া থানার এসআই সাইফুল ইসলাম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেএরআগে প্রতারক শানু ফকির ও কালাম মোল্লা ওরফে কালাম মোল্লা কে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। প্রতারক শানু ফকির পার্শ্ববর্তী উপজেলা আমতলীর চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের নিজাম উদ্দিন ফকিরের ছেলে। মামলার বাদী মোশারেফ হোসেন বলেন, আমার বাড়ি বাকেরগঞ্জ উপজেলায়। প্রতারক শানু ফকির সৌদি আরবে প্রবাসে থাকেন এবং তার কাছে বিদেশী কিছু রিয়াল আছে, যা ভাঙ্গাতে পারছে না, ওই টাকা ভাঙ্গাতে আমাকে মোবাইল ফোনে প্রস্তাব দেয়। এবং আমি তার প্রস্তাবে রাজি হয়ে যাই। আমাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সামনের মসজিদের পাশে আসতে বলে।
তিনি আরো বলেন, তার কথামত ১ জুলাই বিকেল ৫ টার দিকে তার কথামতন তিন লাখ ষাট হাজার টাকা নিয়ে আসি, এবং কিছু রিয়াল দেখায় এবং টাকাগুলো দিলে রিয়ালের বান্ডিল গুলো দেবে বলে আমার কাছ থেকে ওই তিন লাখ ষাট হাজার টাকা নিয়ে কৌশলে টাকাগুলো নিয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় তার সাথে ছিল কালাম মোল্লা ওরফে কালা মোল্লা।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারণা করে যাচ্ছে। এবং এসকল প্রতারক থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হতে বললেন তিনি।
Leave a Reply