পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ফজলুল হক ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. মোঃ শাহাবুদ্দিন আল মামুনের ওপর হামলা চালানো হয়েছে। তাঁর আপন ভান্গি জামাই মোঃ ইমরান হাসনর নেতৃত্বে এ হামলা চালানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসদরের আট নম্বর ওয়ার্ড বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘট।
জানা গেছে, নাজিরপুর গ্রামের সাইফুল ইসলাম কাজীর ছেলে ইমরানের সঙ্গে তিন বছর পূর্ব একই গ্রামর মাও. নূরুল ইসলামর মেয়ে তামান্নার বিয়ে হয়। এ দুই পরিবারর মধ্য দীর্ঘদিন ধরে পারিবারিক ঝামেলা চলছিল । এ কারনে দীর্ঘ নয় মাস পর্যন্ত তামান্না তাঁর বাপের বাড়ী অবস্থন করছিল । বিষয়টি মিমাংশার জন্য চেষ্টা চালায় তামানার মামা মাও. শাহাবুদ্দিন । মঙ্গলবার দুপুরে ইমরান তাঁর স্ত্রী তামানাকে নিজ বাসায় ফিরিয় আনতে শ্বশুরবাড়ী গেলে তামানার পরিবারের লোকজন ইমরানের অভিভাবক মা-বাবাকে ছাড়া তামান্নাকে দিবেন না বল জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে শ্বশুর বাড়ী থেকে ফির আসে ইমরান। পরে সন্ধ্যার সময় তামানার মামা মাও. শাহাবুদ্দিন মাগরিবর নামাজ আদায়র জন্য বাংলাবাজার মসজিদ আসার সময় পঞ্চায়ত বাড়ীর মাড়ে ইমরানর ব্যবসা প্রতিষ্ঠানর সামন পৌছালে ইমরান ও তাঁর বাবা সাইফুল এবং ছোট ভাই সাঈদ অতর্কিতভাবে লাঠিসাটা দিয়ে পিটিয়ে মাও. শাহাবুদ্দিনকে আহত করে। পরে অচেতন অবস্থায় স্থানীয়রা তাঁক উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লক্স ভর্তি করেন। এ সময় হামলাকারীরা তাঁর কাছে থাকা ২লক্ষ ৩৬ হাজার টাকা নিয় যায় বল জানান আহত ওই উপাধ্যক্ষ।
এ ব্যাপার বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল মামুন বলন, শিক্ষকর হামলার কথা শুনছি। লিখিত অভিযাগ পেলে প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Like this:
Like Loading...
Leave a Reply