ভোলার লালমোহনে দেশীয় পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ দেলোয়ার হোসেন নসু (৪৮) নামের এক চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের উত্তর ভেদুরিয়ার কূলচরা স্কুলের মোড় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত দেলোয়ার হোসেন নসু ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। তার বিরুদ্ধে ৩টি চাঁদাবাজি মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ।
তিনি বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নসু পিস্তলের ভয় দেখিয়ে চাঁদাবাজী করার কথা স্বীকার করেছে। এছাড়াও সে ছিনতাইয়ের উদ্দেশ্যেও এ পিস্তল নিজের সঙ্গে বহন করতো বলেও জানায়।
ওসি মুরাদ আরও বলেন, নসুর বিরুদ্ধে লালমোহন থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
Like this:
Like Loading...
Leave a Reply