আজ ২৩ জুলাই ২০২২ খ্রীঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ নুর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দশমিনা থানাধীন হাজিরহাট লঞ্চঘাটে এমভি জাহিদ -৮ লঞ্চে অভিযান পরিচালানা করেন।
আমাদের দশমিনা প্রতিনিধি ফয়েজ আহমেদ জানান-
উক্ত লঞ্চের ফ্যামিলি কেবিন ২ এর ভিতর থেকে আসামি ১। মোঃ রাকিব দেওয়ান, পিতা- মৃত আবুল বাশার, সাং খলিশাখালি, থানা- দশমিনা,
২। মোঃ কলিম ওরুপে এমদাদ মোল্লা ,পিতা- আব্দুল খালেক মোল্লা, সাং- চর ঘুনি, থানা- দশমিনা,
৩। জুয়েল হাওলাদার , পিতা- অকাব্বর হাওলাদার,
৪। মোঃ ইমরান হাওলাদার , পিতা- চান মিয়া,উভয় সাং- উলানিয়া, থানা-গলাচিপা, দেরকে এবং তাদের নিকট হতে ৩(তিন) কেজি গাঁজাসহ আসামীদেরকে গ্রেপ্তার করেন করা হয়।
এ ব্যাপারে দশমিনা থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান বলেন, আসামীদের বিরুদ্ধে দশমিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply