জাহিদ দুলাল, লালমোহন
ভোলার লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে অপরাধ বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই ) দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। গত ২১/৭/২২ তারিখ ফেসবুকে ভাইরাল হওয়া জয় চন্দ্র নামের মানসিক প্রতিবন্ধীকে মন্দিরের খুটির সাথে বেধে নির্যাতনের ঘটনায় মামলাসহ ঘটনার মূল হোতা তাপস সহ ৩ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে লালমোহন থানা পুলিশ। উল্লেখিত ঘটনাস্থলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় এবং আইন শৃঙ্খলা রক্ষায় জনগণকে সচেতন করার লক্ষ্যে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক প্রতিনিধি নিয়ে লালমোহন থানার আয়োজনে অপরাধ বিরোধী সভার অনুষ্ঠিত হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান ইমন, রমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা। সভায় মানসিক প্রতিবন্ধী জয় চন্দ্র মিস্ত্রির চিকিৎসায় যথাযথ সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করা হয়।
Like this:
Like Loading...
Leave a Reply