কলাপাড়ায় দুই সন্তানের জননী ছনিয়া বেগম (২৮) কে নির্যাতন করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে পুলিশের সহযোগিতায় স্বামীর বাড়ি থেকে দুই সন্তানের জননী কে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এরআগে শুক্রবার রাতে মোঃ ইউসুফ খান বাদী হয়ে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে শনিবার দুপুরে পুলিশ গিয়ে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতন গৃহবধূর পিতা উপজেলার চাকামইয়া ইউনিয়নের চঙ্গাপাশা গ্রামের মোঃ ইউসুফ অভিযোগে বলেন, নীলগঞ্জ ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের বাদশাহ ফরাজীর ছেলে মোঃ শহিদুল ফরাজীর সাথে প্রায় ১১ বছর পূ্র্বে ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই জামাইসহ শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে।
সর্বশেষ শুক্রবার ২৯ জুলাই রাত ৮ঃ৪৫ মিনিট সময় আমার মেয়ের সাথে অহেতুক ঝগড়া করে তাকে এলোপাতাড়ি মারধর করে, এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখন করে এবং তাকে খুন জখমের হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় আমার মেয়ে মোবাইল ফোনে আমাকে জানালে আমি কোন উপায় না পেয়ে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশের সহযোগিতায় আমার মেয়েকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
কলাপাড়া থানার ওসি মোঃ জসীম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে স্থানীয় সহযোগিতায় ছনিয়া বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply