তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে উপজেলা ভূমি অফিসের সংলন্গ এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজেদুর রহমান।
জানা গেছে, উপজেলা ভুমি অফিস সংলন্গ এলাকায় সরকারি কাচারী বাড়ী জমিতে অবৈধভাবে পাকা টিনসেট বসতঘর স্থাপন করে বসবাস করে আসছে মামুন মোল্লা, টিুটু মোল্লা, ফরহাদ হোসেন, হরিপদ বনিক ও হাবিব নামের ব্যক্তিরা। এদের মধ্যে মামুন মোল্লা, টিুটু মোল্লা ও ফরহাদ হোসেনের বসতঘর উচ্ছেদ করা হয়। পরে হরিপদ বনিক ও হাবিবের বসতঘর উচ্ছেদ করতে গেলে ওই দুই পরিবারের লোকজন উচ্চ আদালতের আদেশের একটি কপি ভ্রাম্যামান আদালতকে দেখালে ওই দুইটি বসতঘর উচ্ছেদের অভিযান বন্ধ রাখা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনা (ভূমি) মোঃ বায়েজেদুর রহমান বলেন, সরকারি কাচারীবাড়ী জমিতে নির্মান করা অবৈধ্য স্থাপনা উচ্ছেদের জন্য বিধি মোতাবেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
Like this:
Like Loading...
Leave a Reply