সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপি’র কেন্দ্র ঘোষিত সমাবেশে ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষন ও নির্বিচারে হত্যার প্রতিবাদে কলাপাড়ায় উপজেলা ছাত্রদল ও যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নতুন বাজারস্থ দলীয় কার্যলয়ের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনঃরায় দলীয় কার্যলয়ের সম্মুখ এসে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো.হারুন-অর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. কবিরুল ইসলাম মৃধা প্রমুখ।
Leave a Reply