ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে এঘটনা ঘটে। পরে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ঝালকাঠি হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন ঝালকাঠি সদর উপজেলার পিপলিতা গ্রামের আবুল কালাম আজাদ (৭০), ভাই আব্দুস সালাম ( ৬৫), কামাল হোসেন (৫৩), ছেলে রমজান খান (২৩) ও চাচাতো বোন মাকসুদা বেগম (৬০)। আহতদের মধ্যে পুরুষ সদস্যরা ঢাকায় ভাঙ্গারীর মালামাল বিক্রি করেন।
আহতরা জানিয়েছেন, নিজের পৈত্রিক জমিতে তারা বসত ঘর তুলছিল। এসময় একই এলাকার মজিদ ডাকুয়া ও তার ছেলে শাহীন ডাকুয়া ভাড়া করা ১৫ থেকে ১৬ জন লোক নিয়ে লাঠি সোঠা নিয়ে হামলা চালায়।
হামলাকারিদের ভয়ে এলাকার কেউ তাদের রক্ষার জন্য এগিয়ে আসেনি। পরে ৯৯৯ এ ফোন দিলে ঝালকাঠি সদর থানা পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করায়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে অভিযুক্ত মজিদ ডাকুয়ার সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, ‘হামলায় দুই পক্ষের লোকজন আহত হয়েছে। তবে এঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।