দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিনে আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড এর ৩৮ তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বোরহানউদ্দিন পৌরসভা হল রুমে যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলহাজ্ব মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যমুনা ব্যাংক ও যমুনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ বলেন, আল্লাহর রহমতে আগামী তিন মাসের মধ্যে ব্যাংকটি গ্রাহকের সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে অত্র এলাকার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে। আমাদের সমগ্র বাংলাদেশে সাড়ে দশ লক্ষ গ্রাহক রয়েছে। দেশের সর্ববৃহৎ পদ্মা সেতুতে ৬০০ কোটি টাকা লোন দিয়েছি। অত্র এলাকার জেলেদের কথা চিন্তা করে। জেলে স্কীম চালু করব। তারা এই স্কীম থেকে লোন নিয়ে নৌকা ও জাল কিনতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন,বোরহানউদ্দিন পৌরসভার জননন্দীত মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া। বিশিষ্ট ঠিকাদার মোঃ ইলিয়াছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মঞ্জুরুল আহসান শাহ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রধান কার্যালয়, ঢাকা। আলহাজ্ব জসিম উদ্দিন মিয়া বিআরডিবি চেয়ারম্যান বোরহানউদ্দিন।
পৌরসভার কাউন্সিলর বৃন্দ, সাংবাদিক বৃন্দ। টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন হাওলাদার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মেহেদী হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যমুনা ব্যাংক প্রধান কার্যালয়।