তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউপির গোপালিয়া এলাকায় বুধবার বেলা ১১ টায় লোহালিয়া নদীতে বিলীন হয়ে যাওয়া ৬ টি পরিবার কে হাসিব আলমের খাদ্য সহায়তা প্রদান করেছেন হাসিব আলম তালুকদার।
জানা গেছে, গতকাল রাতে লোহালিয়া নদীতে ৬ টি ঘরবাড়ি বিলীন হয়ে যায় সে সব পরিবার গুলোর খুব কষ্টে দিন কাটছে এসব কথা সুনে হাসিব আলম তালুকদার পক্ষ থেকে ৬ টি পরিবারে চাল , তেল ,ডাল পেইজ,রোসন, হলুদ, মরিচ , লবন ভিবিন্ন খাদ্য দ্রব পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন ওবায়দুল, রাহাত, ও অনিক তালুকদার প্রমুখ।
Related