1. admin@dipkanthonews24.com : admin :
বাউফল নদী ভাঙ্গন ৬ পরিবারকে হাসিব আলমের খাদ্য সহায়তা প্রদান - দ্বীপকন্ঠ নিউজ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন

বাউফল নদী ভাঙ্গন ৬ পরিবারকে হাসিব আলমের খাদ্য সহায়তা প্রদান

 তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৭৯ বার পঠিত
Spread the love

 তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 

পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউপির গোপালিয়া এলাকায় বুধবার বেলা ১১ টায়  লোহালিয়া  নদীতে বিলীন হয়ে যাওয়া  ৬ টি পরিবার কে  হাসিব আলমের খাদ্য সহায়তা প্রদান করেছেন হাসিব আলম তালুকদার।

জানা গেছে, গতকাল রাতে লোহালিয়া নদীতে ৬ টি ঘরবাড়ি  বিলীন হয়ে যায় সে সব পরিবার গুলোর খুব কষ্টে দিন কাটছে এসব কথা সুনে হাসিব আলম তালুকদার পক্ষ থেকে ৬ টি   পরিবারে চাল , তেল ,ডাল পেইজ,রোসন, হলুদ, মরিচ , লবন ভিবিন্ন খাদ্য দ্রব পৌঁছে দেন।  এসময় উপস্থিত ছিলেন ওবায়দুল, রাহাত, ও অনিক তালুকদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!