তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলে সদর ইউপির শান্তগ্রামে বৃহস্পতিবার বিকালে জমি জমা নিয়ে মারামারিতে আহত ৮ জন। সাংবাদিক কিংবা পুলিশের কাছে অভিযোগ দিলে প্রান হরণ করা হবে বলে হাসপাতালে গিয়ে শাসিয়েছে ওই যুবকরা।
জানা গেছে, জাহাঙ্গীর হাওলাদারের সাথে কালাম হাওলাদারের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের মাধ্যমে শালিসি মিমাংসায় আপোষ নিস্পত্তি হয়। এর কয়েকদিন পরে জাহাঙ্গীর হালাদার বাউফল পৌর শহর থেকে সাইমুন, রুদ্র, জুয়েল, রাব্বি, সুজন ও শান্তকে নিয়ে অন্য একটি ফসলী জমিতে ঘর উঠানোর চেষ্টা করে। ঘটনার সময় বাঁধা দিলে ভাড়াটে যুবক গ্যাংরা লিটন হাওলাদার (৩৫), আরিফ (২৫), সাগর (২০) ও ইউনুছ হাওলাদার (৫৫) কে কুপিয়ে যখম করে। ওই সময় তাদের বাঁচাতে গেলে বাবুল (৩০) জাহানারা (২২) ও হাসিনা (৫২) কে পিটিয়ে যখম করে ও গ্যাংরা।স্থানীয়রা তাদেরকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তী করেন। জরুরী বিভাগের কর্মরত ডাক্তার নুরজাহান জানান, আহতদের প্রত্যকের মাথায় গুরুতর জখম হলেও সাগরের অবস্থা গুরুতর। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য বলা হয়েছে। এ বিষয়ে জাহাঙ্গীর হাওলাদার জানান, ভুলবোঝাবুঝির জন্য ঘটনাটি ঘটেছে। যুবকরা আমার মেহমান। আমরা বিষয়টি নিয়ে আপোষ মিমাংসা করবো। বাউফল থানার অফিসার ইনচার্জ আল মামুন জানান, ঘটনার সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।