1. admin@dipkanthonews24.com : admin :
বর্তমান সরকারের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজ ও ব্যস্ততা বেড়েছে- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ ২৪
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৩:২২ অপরাহ্ন

বর্তমান সরকারের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজ ও ব্যস্ততা বেড়েছে- এমপি শাওন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন
  • প্রকাশিত : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১১০ বার পঠিত

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার পদোন্নতিজনিত কারনে লালমোহন থেকে বদলী হওয়ায় লালমোহন উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যার অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

আলোচনায় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে দেশে কাজ বেড়েছে। আগে কোন দপ্তরে এতো কাজ ছিল না। এখন সকল দপ্তরে সরকারি বরাদ্দ বেড়েছে, তাই সকল কর্মকর্তা-কর্মচারীদের ব্যস্ততাও বেড়েছে।

ইউএনওর বিদায় সংবর্ধনায় তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে সকলে এখন নিষ্ঠার সাথে দায়ীত্ব পালন করছে। লালমোহনের বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারও ভালো কাজ করেছেন। তিনি এ এলাকায় শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রীর বিভিন্ন বরাদ্দ সঠিকভাবে তিনি বন্টন করেছেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদায়ী ইউএও পল্লব কুমার হাজরা, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, আবুল কাশেম, গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, সাংবাদিক শাহিন আলম মাকসুদ প্রমূখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা সরকারি অফিসের বিভিন্ন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন