জাহিদ দুলাল, লালমোহন
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের ও সংসদ সদস্য মমতাজকে নিয়ে এডিট করা বিকৃত ছবি নিজ ফেসবুক আইডিতে শেয়ার করার দায়ে মো. ইমান হোসেন (৪৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে ভোলার লালমোহন থানা পুলিশ। লালমোহন পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিটনের দায়ের করা মামলায় ওই যুবককে বুধবার রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমান হোসেন চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহাবত আলী বেপারী বাড়ির মো. নজির আহমেদের ছেলে।
জানা যায়, বুধবার রাতে পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিটন ফেসবুকে এসব ছবি দেখতে পেয়ে ওই যুবককে শনাক্ত করে থানায় গিয়ে নিজে বাদী হয়ে মামল দায়ের করে। যার নং-৬। মামলার ধারা ১৫৩/৫০৫ (ক)। এরপর রাতে লালমোহন থানার এসআই আবুল কালাম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে অভিযুক্ত ইমান হোসেনকে গ্রেফতার করে। ইমান হোসেনর ফেইজবুক এ্যাকাউন্টের নাম “Md Iman Alo”. যার আইডি লিংক হলো- https://www,facebook.com/profile.php?Id10086234951446.
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত যুবক ইমান হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।–