1. admin@dipkanthonews24.com : admin :
টেকসই প্রকল্প গ্রহণের দাবিতে তেঁতুলিয়া নদীপাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ ২৪
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
বোরহানউদ্দিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত অস্বচ্ছল ও তৃণমুল মহিলাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন এমপি শাওন স্মার্ট বাংলাদেশে সল্প সময়ে অল্প খরচে স্মার্ট সেবা দিবে পায়রা বন্দর- এডমিরাল মোহাম্মদ সোহায়েল বোরহানউদ্দিনে ইসলামিক ফাউন্ডেশন স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন লালমোহনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত মনপুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বাউফল বখাটের দারালো ছুরিতে এক রিক্সাচালক আহত শেখ হাসিনার দূরদর্শী নের্তৃত্বে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে -এমপি জ্যাকব পাথরঘাটায় মুগডালে বিষ প্রয়োগ, কৃষকের স্বপ্ন পুড়েছে ছাই জোট সরকারের সময়ে মেজর হাফিজ অনেক অত্যাচার নির্যাতন করেছে-এমপি শাওন

টেকসই প্রকল্প গ্রহণের দাবিতে তেঁতুলিয়া নদীপাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১০৮ বার পঠিত

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
ভাঙন প্রতিরোধে টেকসই প্রকল্প গ্রহণের দাবিতে পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউপির তেঁতুলিয়া নদী পাড়ে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছেন স্থানীয় ভূক্তভোগি মানুষ।
এ সময় নাজিরপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান এ এস এম মহসিন, একই ইউপির বিএনপি দলীয় সভাপতি প্রভাষক মো. জসীম উদ্দিন, ঢাকাস্থ ব্যাবসায়ি সেলিম মাতবর, আবুল হোসেন মীর প্রমূখ বক্তৃতা করেন।
বক্তরা সরেজমিন উর্ধ্বতণ কর্তৃপক্ষের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও ভাঙন প্রতিরোধে টেকসই প্রকল্প গ্রহণ; অন্যথায় নদীতে ঝাঁপিয়ে আত্মাহুতিসহ বৃহত্তর আন্দোলনের হুমকী দেন। অপরদিকে আন্দোলনে অংশ নিয়ে স্থানীয় কয়েকজন জানান, প্রতিদিনই তেঁতুলিয়া গ্রাস করছে ভিটাবাড়িসহ ফসলী জমি। সত্তর দশক থেকে তেতুঁলিয়ার অব্যহত ভাঙ্গনে বিলীন হয়েছে ঐতিহাসিক গঞ্জ আবে-আবদুল্লাহর হাট, ভাওয়াল রাজার বংশউদ্বুত কচুয়ার জমিদার বাড়ি, নিমদী সরকারি প্রাইমারিসহ বহু সামাজিক প্রতিষ্ঠান, শত শত ঘরবাড়ি ও হাজার হাজার একর কৃষি জমি। পাল্টে যাচ্ছে বাউফলের এই ইউপির মানচিত্র। একাধিকবার স্থানান্তরের পরেও ভাঙনের ঝুঁকিতে রয়েছে নিমদী সরকারি প্রাইমারি, ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ধানদী ফাজিল মাদ্রাসা, দক্ষিন ধানদী সরকারি প্রাইমারি, ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্সসহ অনেকগুলো সামাজিক প্রতিষ্ঠান। ইতিমধ্যে হাজারো পরিবারের লোকজন ভূমিহীন হয়েছে ও পেশা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি নেমেছে মানববিপর্যয়। ভাঙনরোধে বৃহত্তর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জানিয়ে মানববন্ধনে আসা বিভিন্ন শ্রেণিপেশার লোকজন টেকসই প্রকল্প গ্রহনের দাবি জানিয়েছেন। এদের কয়েকজন জানায়, নদীর অব্যহত ভাঙনে পাল্টে যাচ্ছে নাজিরপুর ইউপির মুলভূখন্ডের মানচিত্র। ভিটা-বাড়ি আর সহায়-সম্বল হারিয়ে রাস্তার পাশে কিংবা আত্মীয়-স্বজনসহ অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন বহু পরিবার। কামলা খেটে কিংবা মানবেতর দিন পাড় করছেন অনেকে। অনেকে আবার সাধ্য অনুযায়ী ছড়িয়ে ছিটিয়ে পড়ছেন অন্য এলাকায়। সবসময় আতঙ্ক বিরাজ করছে ভাঙন কবলিত এলাকার লোকজনের মধ্যে। র্দূদশার সীমা-পরিসীমা নেই অনেকেরই। সিগগির পরিবেশ ও মানব বিপর্যয় ঠেকাতে ভাঙন রোধে টেকসই প্রকল্প গ্রহনের মাধ্যমে নিমদী, ধানদী, ডালিমা, কচুয়া ও তাঁতেরকাঠী এলাকা রক্ষার দাবি জানায় এরা। ###

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর