মোঃ নুরুল আমিন, লালমোহন
সুপারি পারাকে কেন্দ্র করে ২জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তজুমুদ্দিন উপজেলার কোরালমারা গ্রামের ৯নং ওয়ার্ডে শুক্রবার সকাল অনুমান ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শম্ভুপুর ইউনিয়নের কোরালমারা গ্রামের ৯নং বাসিন্দা ফরাজি বাড়ির আঃ রব (৭০) ও তার পুত্র মো. হোসেন (৩৮) এর বাগান থেকে জোরপূর্বক সুপারি পেরে নিয়ে যায় একই বাড়ির হুমায়ুন, হান্নান, খোকন, মোস্তফা, রিয়াজ ও খোরশেদ কাজিসহ তাদের লোকজন। বাগান মালিক আঃ রব ও হোসেন এলাকার গণ্যমান্যদেরকে বিষয়টি অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা হুমকি ধামকি দিতে থাকে। ঘটনার দিন ৭ অক্টোবর শুক্রবার সকাল অনুমান ৯টার দিকে তারা পরিকল্পিত ভাবে প্রস্তুতি নিয়ে বাগানে জোরপূর্বক সুপারি পারতে আসে। এসময় তাদের বাধা দিলে বিবাদিরা আঃ রব ও হোসেনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। আহতদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার দাবি করেন।