দ্বীপকন্ঠ নিউজ, কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাহিনুর বেগম (৩৫) নামের এক নারী কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলার মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি মাহিনুর বেগম বলেন, নিজ বাড়ির নতুন বেড়িবাঁধ’র উপর দা দিয়ে কৃষি কাজ করছিলাম, এ সময় একই গ্রামের সালাম হাওলাদার ও তার ছেলে সাইফুল হাওলাদার, রুবেল হাওলাদার সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার উপর হামলা করে, এ সময় আমার হাতে থাকা দা দিয়ে আমাকে কোপ দিতে চেষ্টা করে, এতে কয়েকটি কোপ হাতে লাগে।
তার স্বামী হানিফ চৌকিদার বলেন, সালাম হাওলাদার’র কিছু পালিত পশু-পাখি রয়েছে, সেগুলো আমাদের বাড়িতে এসে বিভিন্ন জিনিসপত্র নষ্ট করে, এর প্রতিবাদ করায় আমার স্ত্রীর উপর তারা হামলা চালায়। আমি এর বিচার চাই। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।