ভোলার চরফ্যাশনের তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৬ জেলেকে মা ইলিশ ধরার অপরাধে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের তাদের তিন জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি তিনজন অপ্রাপ্ত হওয়ায় তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে অভিভাবকের জিম্মায় মুসলিখা রেখে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মারুফ হোসেন মিনার জানান, মৎস্য বিভাগ, প্রশাসনের যৌথ উদ্যোগে সোমবার রাত ১১ থেকে ভোর রাত ৫টায় পর্যন্ত তেতুলিয়া নদীর কাশেম মিয়ার ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬ জেলেকে মা ইলিশ ধরার অপরাধে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আঃ মতিন খাঁন মোঃশাহিন(৪০),সাদ্দাম(৩০), নিজাম(৩৮) এই ৩জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করে। এ ছাড়া পারভেজ(১০),সাগর(১০) ও শাহিন(১২) তিনজন নাবালক হওয়ায় তাদেরকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযানে অংশ নেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মারুফ হোসেন মিনার, চরফ্যাশন থানার পুলিশ।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল মতিনখান বলেন, সরকারি নিষেজ্ঞা অমান্য করে কোন জেলে যদি মাছ ধরতে নামে তাদেরকে ছাড় দেয়া হবেনা। নদীতে ৩টি টীম কাজ করেছে। আমাদের অভিযান চলমান রয়েছে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে।