তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
পটুয়াখালীর বাউফলে নিষধাজ্ঞার মধ্যে ইলিশ শিকারর দায়ে আটক ৫ জন। সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত কালাইয়া নৌ ফাঁড়ির পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকতা তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েটে যৌথ অভিযান চালিয় তাদেরকে আটক করে।
ধানদী গ্রামর মোঃ জসিম উদ্দিন চকিদার (২৩), বশির চকিদার (৩০), অলিপুরা গ্রামর খলিলুর রহমান (৩৬), বড়ডালিমা গ্রামর মজিুবর রহমান (৪২) ও চদ্রদ্বীপর চরমিয়াজান এলাকার আজিজ রাঢ়ী (৪০) নাম আটক করা হয়েছে। নৌ ফাঁড়ির এসআই শহীদুল ইসলাম জানায়, নিষেধাজ্ঞা আমান্য করে মা ইলিশ শিকারর অপরাধে আটককত এসব জেলদের বিরুদ্ধ মৎস্য সংরক্ষন আইনে ৩টি পথক নিয়মিত মামলা রুজু করা হয়ছ। ###