তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফলে
পটুয়াখালীর বাউফলে প্রসাশনের চোখ ফাঁকি দিয়ে তেতুলিয়ায় জেলেদের মা ইলিশ শিকারে মহাউৎসব চলছে। বুধবার দুপুরে নিমদী,চন্দ্রদীপের বাতির খাল, রায়সাহেব এলাকায় জেলেদের মা ছেলে শিকার করতে দেখা গেছে। মোবাইল ফোনের মাধ্যমে কাস্টমার ঠিক করে বাজারের ব্যাগে, স্কুল ব্যাগ, ট্রাবেল ব্যাগে করে মটর সাইকেল, আটোরিকসা যোগে নদীর পাড় থেকে নিয়ে যায় মা ইলিশ।
এ বিষয়ে বাউফল মৎস্য কর্মকতা মোঃ মশিউর রহমান জানটা বলেন আমারা ধুলিয়া এলাকায় অভিযানে তখন জেলেরা মা ইলিশ শিকার করতে পারে তবে স্থানীয় জনপ্রতিনিধিরা যদি এগিয়ে আসে তাহলে কিছু ইলিশ শিকার বন্ধ হবে।