এম এ অন্তর হাওলাদার
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ওজোপাডিকোর গ্রাহকের সাথে গণশুনানী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। গত ১১ ই অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় কাচিয়া সিকদারহাট বাজারে স্থানীয় ইউপি সদস্য মোঃ নিজামউদ্দিন সিকদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বোরহানউদ্দিন ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী মোঃ ফিরোজ হোসেন সন্যামত। তিনি বলেন উপজেলার পৌর শহর বিভিন্ন বাজার ও বাসা বাড়িতে প্রায় ১৪ হাজার গ্রাহককে নিবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। কিন্তু আমাদের জনবল সংকট থাকার কারণে সেবা দিতে ব্যহত হচ্ছে তার দুঃখিত। বোরহানউদ্দিন বাসীর সৌভাগ্য শাহবাজপুর গ্যাস কূপ থাকার কারণে আমাদের গ্রাহকরা ২৪ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে। কিন্তু আমাদের বড় প্রতিবন্ধকতা হচ্ছে রাস্তার দুই পাশে সুপারি গাছ বাশঁ জাড়। এগুলো কর্তন করলে আমরা ২৪ ঘন্টা বিদ্যুৎ দিতে পারব। বোরহানগঞ্জ বাজার হতে গ্যাস ফিল্ড ও দক্ষিন কুতবা রোডের দুই পাশের সুপারি গাছ বাশঁ গুলো। বক্তব্য রাখেন ইউপি সদস্য নিজামউদ্দিন সিকদার। উপস্থিত ছিলেন মেঘনা ফিডার ইনচার্জ ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ অন্তর হাওলাদার। গ্রাহকের মধ্যে বক্তব্য রাখেন, বশির মাতাব্বর,নান্নু সিকদার,কাঞ্চন।