কলাপাড়ায় পানিতে ডুবে রিয়া (৬) নামের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ২ টায় উপজেলার চাকামাইয়া ইউনিয়নের পূর্বচাকামাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রিয়া ওই গ্রামের মোঃ আলী হোসেনের কন্যা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, খেলা করছিল শিশু রিয়া। কোনো এক সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় সে। এদিকে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায় পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।