নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে ৩৪ জেলেকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে চারটি ট্রলার ও ২০ হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল।
শনিবার (১৫ অক্টেবর) মৎস্য বিভাগ ও নৌপুলিশের অভিযানে তাদের আটক করা হয়। আটক ৩৪ জনের মধ্যে জেলা সদরে ২৯ ও লালমেহন উপজেলার পাঁচজন রয়েছেন। আটকদের মধ্যে সাতজনকে ১৫ দিন করে কারাদণ্ড এবং করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে মা ইলিশ সংরক্ষণে ভোলা সদরের তেঁতুলিয়া এবং মেঘনা নদী ও লালমোহনের তেঁতুলিয়া নদীতে অভিযান চালানো হয়।
এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে পৃথক অভিযানে ৩৪ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সাত জেলেকে সাতদিনের কারাদণ্ড, একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ চারটি ট্রলার ১ লাখ ৬৮ হাজার টাকায় নিলাম দেওয়া হয়েছে।