বর্ণাঢ্য র্যালি, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মোনাজাত, চিত্রাংকন ও কবিতা আবৃতি, পুরস্কার বিতরণসহ বিভিন্ন আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে দিনব্যাপী ভোলার লালমোহনে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, আজ শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বাঙালী জাতির নেতৃত্ব দিতেন। দেশের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করতেন শহীদ শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট খুনীরা বঙ্গবন্ধুকে সহপরিবারে হত্যা করে। এমনকি শিশু রাসেলকেও তারা সে সময় নির্মমভাবে হত্যা করে। আজ বেঁচে থাকলে হয়ত দেশের নেতৃত্ব দিতেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এমপি শাওন। এরপূর্বে র্যালীতে অংশগ্রহণ এবং র্যালী শেষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ওসি মো. মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।