মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
মনপুরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিবস ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন। উপজেলার সকল প্রাথমকি,মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান শেখ রাসেল এর জন্মদিন পালনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর ছাত্র-ছাত্রীরা উপস্থিত বক্তিতা, কুইজ প্রতিযোগীতা, চিত্রাংকন প্রতিযোগীতা ও রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন। প্রতিযোগীতার বিচারক মন্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, হাজির হাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক জুড়ান চন্দ্র মজুমদার।