1. admin@dipkanthonews24.com : admin :
বরিশালে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং - দ্বীপকন্ঠ নিউজ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন

বরিশালে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৬২ বার পঠিত
Spread the love

বাংলাদেশের খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের সুন্দরবনে আঘাত হানতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট হতে যাওয়া ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) নতুন এ তথ্য দিয়েছে।

সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে বুধবার (১৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে। জিএফএস জানায়, ইতোমধ্যে বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্র এলাকায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘সিত্রাং’। এটি বাংলাদেশের খুলনাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে। যদিও এখন পর্যন্ত সুন্দরবন হয়ে খুলনা বিভাগ দিয়ে অতিক্রম করার পথ দেখা যাচ্ছে। ওই অঞ্চলে আঘাত হানলে ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া বিভাগ সূত্র জানায়, তবে ঘূর্ণিঝড়টির পথ কিছুটা পূর্বদিকে সরে যায়। সেক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে পারে বরিশাল বিভাগ। বরিশাল বিভাগে আঘাত হানলে ‘সিত্রাং’-এর গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!