“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ শ্লোগানে ভোলার লালমোহনে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) লালমোহন শাখার আয়োজনে সকাল ১০ টায় র্যালির আয়োজন করা হয়। র্যালিটি লালমোহন থানার মোড় থেকে শুরু হয়ে চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। এরপর চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মাহবুবুর রহমান, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনজু তালুকদার, নিরাপদ সড়ক চাই (নিসচা) লালমোহন শাখার উপদেস্টা কাউন্সিলর জাহেদুল ইসলাম নবীন, শামীম রেজা, মো. জসিম জনি, মন্নান মৃধা, সদস্য সচিব মো. সুজন প্রমূখ।