চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থী রিয়াজুল ইসলাম রিজন এমপি জ্যাকবের দোয়া আর্শিবাদ নিয়ে গনসংযোগ শুরু করেছেন।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ীতে বাড়ীতে গিয়ে অসহায় ও ক্ষতিগ্রস্থ পরিবারের খোজ খবর নিয়েছেন। তিনি ইতিপূর্বে ওমরপুর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী নিয়ে জনতাবাজার ও মুখারবান্দা বাজারে বিশাল শো-ডাউন করেছেন।
যুবলীগ নেতা সোহাগ বলেন, ওমরপুর এখন শুধু রিজন রিজন বলে জিকির উঠেছে। সেখানে-সেখানে রিয়াজুল ইসলাম রিজনের জয় জয়গান শোানা যাচ্ছে। চরফ্যাশন মনপুরার উন্নয়নের রূপকার আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহাদ্বয়ের কাছে সাধারন মানুষের একটাই দাবী রিজনকে নৌকা প্রতীক দিয়ে সেবা করার সুযোগ দিন।