1. admin@dipkanthonews24.com : admin :
তজুমদ্দিনে সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ১শ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

তজুমদ্দিনে সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ১শ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

রফিক সাদী
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৯৭ বার পঠিত
Spread the love

রফিক সাদী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ১শ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
শুক্রবার বিকালে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী  বিতরণ করেন তিনি।
এসময় এমপি শাওন বলেন, দুর্যোগে ভোলাবাসি সবসময় আতঙ্কে থাকে। টেকসই বেড়ীবাঁধ ও আশ্রয় কেন্দ্রের কারণে মানুষের জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমে গেছে। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বিধায় যে কোনো দুর্যোগে মানুষ সবসময় সহযোগিতা পেয়ে আসছে। প্রধানমন্ত্রীর জন্যই ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্তরা সর্বাত্মক সহযোগিতা পেয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন-  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া, সোনাপুর চেয়ারম্যান মেহেদি হাসান মিশু, মলংচড়া চেয়ারম্যান নুরুন্নবী শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!