হাসান লিটন ,চরফ্যাশন
ভোলার চরফ্যাশনে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। শনিবার রাত সাড়ে এগারটার দিকে চরফ্যাশনের গোলদার হাট নামক স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জরুরী সেবা ৯৯৯ ফোন পেয়ে চরফ্যাশন ফায়ার স্টেশনের গাড়ী, পাম্প ও জনবল সহ একটি ইউনিট ফায়ার সার্ভিসের বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খোরশেদ আলমের এর নেতৃত্বে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত এগারটার দিকে চরফ্যাশনের গোলদার হাট নামক স্থান আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান কামাল ষ্টোর, মহিন সু-ষ্টোর, তরিক ইলেকট্রনিক্স, গোলদার হার্ডওয়্যার, নাহিম ফার্মেসী সহ পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।
চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশনের বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানান, গোলদার হাট নামক স্থানে আগুন লাগার পর পরই ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে বারোটায় সময় আগুন পুরাপুরি নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে প্রায় পাঁচটি দোকান পুড়ে ছাই হয়েছে ।
Related