ভোলার লালমোহনে এইচএসসি, এইচএসসি (বিএম) ও আলীম পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও অসদুপায়মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় লালমোহন উপজেলার ৪টি কেন্দ্রে ১ হাজার ৫৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-নোমানের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মণ্ডলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।