1. admin@dipkanthonews24.com : admin :
লালমোহনে মা হারা দুই সন্তানের পাশে আওয়ামী লীগ নেতা রাব্বী - দ্বীপকন্ঠ নিউজ ২৪
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০১:৫৪ অপরাহ্ন

লালমোহনে মা হারা দুই সন্তানের পাশে আওয়ামী লীগ নেতা রাব্বী

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৯৪ বার পঠিত

ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া মোর্শেদা বেগমের দুই সন্তানের পাশে দাঁড়ালেন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার রাব্বী। বুধবার রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের হাজিগঞ্জ এলাকায় ইটবোঝাই ট্রলির চাকায় পৃষ্ট হয়ে মারা যান গৃহবধূ মোর্শেদা। তার স্বামী উপজেলার কালমা ইউনিয়নের বাসিন্দা ইসমাইল। তিনি পেশায় একজন দিনমজুর।

বৃহস্পতিবার সকালে নিহত মোর্শেদার লাশ লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাবার বাড়িতে দাফন করা হয়। এসময় জানাযায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগ নেতা আনোয়ার রাব্বী। পরে নিহতের দুই সন্তান খাদিজা ও আমেনাকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য আনোয়ার হোসেন নোয়াব, সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিনসহ নিহতের পরিবারের লোকজন।

আওয়ামী লীগ নেতা আনোয়ারা রাব্বী বলেন, নিহত মোর্শেদার পরিবার তত স্বচ্ছল নয়। তাই মানবিক দৃষ্টি কোণ থেকেই তার দুই সন্তানের পাশে দাঁড়িয়েছি। আপাতত সামর্থ অনুযায়ী ওই দুই শিশুকে আর্থিক সহায়তা দিয়েছি। ভবিষ্যতে তাদের সকল প্রয়োজনে পাশে থাকবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন