মনপুরায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে ৫১তম জাতীয় সমবায় দিবস ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা সমবায় বিভাগ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন। শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। পরে “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে এনে একটি বণার্ঢ্য র্যালি অফির্সাস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় অফির্সাস ক্লাবের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মোঃ নাছিরউদ্দিন সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার খান মোঃ টিপু সুলতান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর।
এই সময় বিভিন্ন সরকারী দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার জননী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ এর সৌজন্যে উপস্থিত সকলকে ৫১তম জাতীয় সমবায় দিবস সফল হউক সম্বলিত গেঞ্জি প্রদান করা হয়।