চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আওয়ামীলীগের দলীয় নৌকার প্রার্থী রিয়াজুল ইসলাম রিজন মনোনয়নপত্র দাখিল করেছন। রবিবার বেলা ১২টায় স্থানীয় আওয়ামীলীগ ও সহাযোগি সংগঠনের নেতাকর্মী নিয়ে এই মানোনয়নপত্র নির্বাচন অফিসে দাখিল করেছন।
ঢাকা থেকে ভোলা হয়ে কর্তারহাট বাজার থেকে ওমরপুর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী নিয়ে জনতাবাজার ও মুখারবান্দা বাজারে বিশাল শো-ডাউন করেছেন।
রিয়াজুল ইসলাম রিজন বলেন, ইতিপূর্বে দলকে গোচানোর জন্যে দলীয় ভাবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির জন্যে ভোট চেয়ে এখন থেকেই পাড়ায় মহল্লায় ঘুরে বেড়াচ্ছি। ২০২৪সালের নির্বাচনে এমপি জ্যাকব ভাইয়ের নৌকা বিপুল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ বিজয় হবে।
এই সময় ওমরপুর আওয়ামী লীগের সভাপতি ফজলুল করিমসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।