ভোলায় খেলতে বের হয়ে পুকুরে ডুবে সামিয়া আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছেন। সোমবার (৭ নভেম্বর) দুপুরে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশু সামিয়া আক্তার ওই এলাকার সবুজ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, সামিয়ার বাবা বাড়ি ছিলেন না। তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় সবার অগোচরে শিশু সামিয়া ঘর থেকে বের হয়ে বসতঘরের পাশে পুকুরে পড়ে যায়। পরে দীর্ঘ সময় মেয়েকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুরে মেয়ের মরদেহ ভাসতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা ছুঁটে এসে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।