বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ আ. সাত্তার ওরফে তায়েব আলী সানা (৬১) নামের এক শিকারিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)৷ সোমবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসভার খারদার এলাকা থেকে তাকে আটক করে। আটক আ. সাত্তার সাতক্ষীরার আসাসুনি উপজেলার মৃত মনির উদ্দিন সানার ছেলে৷ এর আগেও বাগেরহাট সদর থানায় তার নামে বন্যপ্রাণী নিধন ও সংরক্ষণ আইনে মামলা রয়েছে৷
জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মরত পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ডিবি বিশেষ অভিযান পরিচালনা করে বাগেরহাট শহর থেকে একজনকে আটক করেছে৷ তার কাছ থেকে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর ২১ কেজি হরিণের মাংস পাওয়া গেছে৷
জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত তিনি সুন্দরবনে ঢুকে অবৈধভাবে হরিণ শিকার করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করেন। আসামির বিরুদ্ধে এর আগেও বাগেরহাট সদর থানায় মামলা রয়েছে৷ তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।