1. admin@dipkanthonews24.com : admin :
লালমোহনে মহিষ খামারিদের লালন পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ ২৪
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বোরহানউদ্দিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত অস্বচ্ছল ও তৃণমুল মহিলাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন এমপি শাওন স্মার্ট বাংলাদেশে সল্প সময়ে অল্প খরচে স্মার্ট সেবা দিবে পায়রা বন্দর- এডমিরাল মোহাম্মদ সোহায়েল বোরহানউদ্দিনে ইসলামিক ফাউন্ডেশন স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন লালমোহনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত মনপুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বাউফল বখাটের দারালো ছুরিতে এক রিক্সাচালক আহত শেখ হাসিনার দূরদর্শী নের্তৃত্বে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে -এমপি জ্যাকব পাথরঘাটায় মুগডালে বিষ প্রয়োগ, কৃষকের স্বপ্ন পুড়েছে ছাই জোট সরকারের সময়ে মেজর হাফিজ অনেক অত্যাচার নির্যাতন করেছে-এমপি শাওন

লালমোহনে মহিষ খামারিদের লালন পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ নুরুল আমিন, লালমোহন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৭৫ বার পঠিত

মোঃ নুরুল আমিন, লালমোহন

লালমোহনে মহিষ খামারিদের মহিষের জাত উন্নয়ন ও লালন পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হরিগঞ্জ বাজরে পুজাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট বিডি লিমিটেডের উদ্যোগে ৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় মহিষ খামারিদের নিয়ে প্রদর্শনী (প্রোজেনি শো) ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহিষ খামারি মোতাহার হোসেনের সভাপতিত্বে লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট  বিডি লিমিটেডের রিজোনাল ম্যানেজার মো. মামুনুর রশীদ প্রশিক্ষণকালে মহিষ পালনে যত্ন, সতর্কতা, লাভ, রোগব্যাধি নির্ণয় ও চিকিৎসাসহ লাল তীর কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের মহিষ কম খরচে লাভজনক উৎপাদন করে খামারিদের সফলতা অর্জনের পরামর্শ দেন। তিনি বলেন, গরু অপেক্ষা মহিষের গোস্তে ৪০℅ কোলেস্টেরল কম থাকে। গরুর তুলনায় মহিষের দুধ বেশি হয়, মহিষের দুধে চর্বি ও অন্যানা উপদান প্রায় দ্বিগুণ। মহিষের অসুখ বিসুখ কম হয়। ১০০ কেজি ওজনের গরুর যে খাবার লাগে, তাতে ৬০০ কেজি ওজনের মহিষের হয়ে যায়।
তিনি আরো বলেন, লাল তীরের মহিষের সিমেন দ্বারা উৎপাদিত বাছুরের জন্ম ওজন ৪০-৪৫ কেজি যা দেশি মহিষে বাছুরের জন্ম ওজন ২৫-৩০ কেজি। লাল তীরের মহিষের সিমেন দ্বারা উৎপাদিত বাছুর বছরে ২০০ থেকে ৩০০ কেজি ওজনের হয়ে থাকে। লাল তীরের প্রজননের উৎপাদিত মহিষ দৈনিক ৮ থেকে ১২ লিটার দুধ দেয়। পরে খামারিদের কয়েকজনকে পুরস্কার হিসেবে গামছা দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট বিডি লিমিটেডের জুনিয়র অফিসার ইবরাহিম হোসেন। সার্বিক সহযোগিতা করেন স্থানীয় ইয়াই টেকনিশিয়ান মো. রিয়াজ, মো. মিরাজ হোসেন, আবুল কালাম, জাফর ও ইমাম হোসেন।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর