1. admin@dipkanthonews24.com : admin :
লালমোহনে কবিগানের আসর - দ্বীপকন্ঠ নিউজ ২৪
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমোহনে বাদী হয়ে অভিযোগ করতে এসে আসামী হয়ে কারাগারে ঠিকাদার শাহাবুদ্দিন বাংলাদেশের যত উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে-এমপি শাওন তরুণ সমাজকে মাদক থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই – এমপি শাওন ভোলা-২ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী নুর ইসলাম মিয়া চরফ্যাসনে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন, নোমান সভাপতি, মিজান সম্পাদক বাউফল আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাড়ী বাড়ী গিয়ে সকল শ্রেণিপেশার মানুষের সাথে কুশল বিনিময় করলেন এমপি শাওন তৃণমূলে সঠিক বন্টনের লক্ষে প্রশাসন ও জনপ্রতিনিধির সাথে এমপি শাওনের মতবিনিময়। বিভীষিকাময় দিনের পুনরাবৃত্তি না চাইলে আবারো শেখ হাসিনার নৌকায় ভোট দিন – এমপি শাওন কলাপাড়ায় মাদ্রাসায় শূন্য পদে নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতে মামলা

লালমোহনে কবিগানের আসর

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৪০ বার পঠিত

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবিগানের আসর। উপজেলার পশ্চিম চরউমেদ ইউপির পাঙ্গাশিয়া গ্রামের শ্রী শ্রী কৃষ্ণ কালী মন্দিরের আয়োজনে বিগত বিগত ৪১ বছর ধরে চলে আসছে এ কবিগানের আসর। রাস পূর্ণিমা উপলক্ষে গত বুধবার (৯ নভেম্বর) থেকে শুরু হয় এ কবিগানের আসর। যা চলবে শুক্রবার পর্যন্ত।
৩ দিন ব্যাপী এ আয়োজনের মধ্যে থাকছে কবি গান, আরোতি ও শ্রীমতভগবতপাঠসহ নানা আয়োজন। এছাড়াও ভক্তদের জন্য রয়েছে ২ বেলা প্রসাদের ব্যবস্থা। এ বছরের কবিগগানে অংশ নিয়েছেন কলকাতা থেকে আগত শিল্পী নরেশ সরকার ও উত্তম অধিকারি। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলছে এ আসর।
আয়োজকরা জানিয়েছেন, নতুন প্রজন্মের সাথে ঐতিহ্যবাহী কবিগানের পরিচয় করিয়ে দিতে পূর্ব পুরুষের রীতি অনুযায়ী প্রতিবছর এ আসরের আয়োজন করা হচ্ছে। এ আসরে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী অংশ নিয়েছেন। কবি  গানের এ আসরকে কেন্দ্র করে বসেছে  ছোট ছোট গ্রামীন মেলা। সেখানেও ভীড় জমছে।
উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের শ্রী শ্রী কৃষ্ণ কালী মন্দিরে গিয়ে দেখা যায়,  ঢোল, বাঁশি, কাসা ও বেহালাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরে জমে উঠেছে কবিগান।
এ ব্যাপারে আয়োজক কমিটির সভাপতি ব্রঞ্জকিশোর অধিকারি বলেন,  ৪১ বছরে ধরে আমরা এ মন্দিরে কবিগানের আয়োজন করছি। নিজেদের অর্থায়নেই চলে আসছে এ কবিগানের আসর। সরকারিভাবে এর জন্য বরাদ্দ দিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ কবিগানের আসর টিকিয়ে রাখা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!