1. admin@dipkanthonews24.com : admin :
বাউফলে সবজি চাষে উদ্বুদ্ধকরণ পথ সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ ২৪
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০১:৫৮ অপরাহ্ন

বাউফলে সবজি চাষে উদ্বুদ্ধকরণ পথ সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৭০ বার পঠিত

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল

পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউপির চর কালাইয়া এলাকায় ফিড দা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন আকটিভিটিরে উদ্যোগে পরিত্যক্ত জমিতে সবজি চাষে উদ্বুদ্ধকরণ পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেন্বর রোববার দুপুরে চর কালাইয়া এলাকায় ২৫ জনকে কৃষকে বসতবাড়ির চালে সবজি চাষ , বাস দিয়ে মাচা তৈরি , বস্তায় মাটি ভরাট  ও আঙ্গিনায় বেট তৈরি  ও বাড়ির চারপাশে  জমিতে সবজি চাষে  উদ্বুদ্ধকরণ করা হয়।
এসময় ফিড দা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন আকটিভিটির কালাইয়া ও সুর্যমনির আউটরিচ স্পেশালিষ্ট  মোঃ সাইফুল্লাহ ও পটুয়াখালীর জেলা আউটরিচ কো-অর্ডিনেটর মোঃ শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। #

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন