তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী মোঃশহিদুল ইসলাম মেলকার (৪৭) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজলার ধূলিয়া ইউনিয়নর চাঁদকাঠী গ্রামর বাসিদা মোঃ আপতের আলী মেলকারের ছেলে। আজ রবিবার সকালে তাকে পটুয়াখালী আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে। গোপন সূত্রে খবরে শনিবার সন্ধ্যার দিকে পৌর শহরের বাউফল প্রেসক্লাবের সামনের সড়ক থেকে এসআই মোঃ মিজানুর রহমান ও এএসআই মোঃআবুয়াল তাকে গ্রেফতার করেন।
বাউফল থানার ওসি আল মামুন সত্যতা নিশ্চিত করে বলন,‘২০০২ সালর ২৩ ডিসম্বর চাঁদকাঠী গ্রাামর হারুন (১৬) নাম এক কিশোরকে পিটিয়ে হত্যা করে শহিদুল ইসলাম । এ ঘটনায় নিহতর মা মাফুজা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। আদালত ২০১৫ সালর ১ সেপ্টম্বর আসামী শহিদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও দুই মাসের সশ্রম কারাদন্ড দেন। ওই মামলায় শহিদুল পলাতক ছিলেন।