এম এ অন্তর হাওলাদার
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী বোরহানগঞ্জ বাজার তানযীমুল মিল্লাত মাদারাসা অভিভাবক ও সুধী সমাবেশ ২০২২ অনুষ্ঠিত। ১২ ই নভেম্বর শনিবার মাদরাসা চত্বরে অত্র মাদরাসা চেয়ারম্যান অধ্যক্ষ আঃ সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাটামারা পীর সাহেব মাওলানা মহিবুল্লাহ তিনি বলেন, অত্র প্রতিষ্ঠানটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। আপনার সন্তানের দ্বীনি শিক্ষা অর্জনের জন্য মাদরাসা হল প্রকৃত স্থান। সন্তানকে সুশিক্ষিত করে রেখে যেতে পারলে আপনি এর সুফল দুনিয়াতে ও পাবেন এবং আখেরাতে ও পাবেন ইনশাআল্লাহ। অত্র মাদরাসাটিতে হিফজ,নূরানী শাখা হতে দশম শ্রেনী পর্যন্ত পাঠদান করানো হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন কামিল মাদরাসা অধ্যক্ষ এ বি এম আহমদ উল্যাহ আনসারী। মির্জাকালু ফাজিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা নুরনবী। পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সর্দার। বোরহানউদ্দিন কামিল মাদরাসা উপাদ্যক্ষ মাওলানা এ এইচ এম অলিউল্যাহ। এওয়াজপুর অজুফিয়া আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের সহ সভাপতি ও বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ অন্তর হাওলাদার। পক্ষিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম লোকমান হাওলাদার। উপজেলা স্বাস্থ্য সহকারী ওসমান গনী। কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা মোঃ হারুন অর রশিদ। দৌলতখান উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম। বোরহানগঞ্জ বাজার কমিটির সম্পাদক মোঃ লোকমান অভিভাবক আঃ হালিম। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা হামদ নাত ইসলামী সংগীত পরিবেশন করেন। উপস্থাপনা করেন যৌথভাবে শিক্ষক মোঃ নাজিউর রহমান নবিন ও মাওলানা ইব্রাহীম টুমচরী। সমাপনী বক্তব্য প্রদান করেন অত্র মাদরাসা সুদক্ষ অধ্যক্ষ মাওলানা মোঃ রহমত উল্লাহ। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল হক উদয়পুরী।