1. admin@dipkanthonews24.com : admin :
১২ নভেম্বরকে রাস্ট্রীয়ভাবে উপক‚ল দিবস ঘোষণার দাবি যৌক্তিক- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

১২ নভেম্বরকে রাস্ট্রীয়ভাবে উপক‚ল দিবস ঘোষণার দাবি যৌক্তিক- এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৩৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

উপকুলের সমস্যা, সংকট, সম্ভাবনা ও উপক‚লের মানুষের ন্যায্যতার দাবিতে ১২ নভেম্বরকে “উপক‚ল দিবস” ঘোষণার জন্য এবং ১৯৭০ এর ভয়াল ঘূর্ণিঝড়ে ১০ লক্ষ নিহতদের স্মরণে ভোলার লালমোহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাতে লালমোহন প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, তিনি বলেন ১২ নভেম্বরকে রাস্ট্রীয়ভাবে উপক‚ল দিবস ঘোষণা ন্যায্য দাবি। মহান জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করা হবে। কারণ এতো প্রাণহানী অন্য কোন ঘূর্ণিঝড়ে হয়নি। ১৯৭০ সালের ১২ নভেম্বর ঘূর্ণিঝড়ে উপক‚লের প্রায় ১০ লক্ষ মানুষ প্রাণ হারায়। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার তখন এ ব্যাপারে কোন গুরুত্ব দেয়নি। বঙ্গবন্ধু ঘটনার ২দিন পরই উপক‚লে এসে স্বজনহারাদের পাশে এসে দাঁড়ান। তিনিই এতো বড় ঘটনা নিয়ে বিশ্বের কাছে মুখ খোলেন।

এমপি শাওন আরো বলেন, উপক‚লের মানুষ সবসময় ঝড়ের সাথে মোকাবেলা করে আসছে। ঝড়ের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং উপক‚লের মানুষকে সুরক্ষা দিতে মাননীয় প্রধানমন্ত্রী শক্তিশালী বাঁধ নির্মাণসহ নানান প্রকল্প গ্রহণ করেছেন। সাইক্লোন শেল্টার, আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করে উপক‚লের মানুষকে নিরাপদ আশ্রয় নিশ্চিত করেছেন। এর ফলে এখন মানুষ ঝড় হলে নিরাপদে থাকতে পারে। অগ্রিম নিরাপত্তা নিতে পারছে।
লালমোহন প্রেসক্লাব সভাপত্বি মোঃ রুহুল আমিনের সভাপতিত্ব ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জসিম জনির সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান লিপু, প্রেসক্লাবের সহসভাপতি এনামূল হক রিংকু, সাংবাদিক এসবি মিলন, শাহিন আলম মাকসুদ, নূরুল আমিন, শংকর মজুমদার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!