ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় উদযাপিত হল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মুন্নী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রাসেল আহমেদ মিয়া বলেন প্রতিষ্ঠানটি দূর্ঘটনা- দূযোর্গ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গরি স্লোগান ধারণ করে ফায়ার সার্ভিসের প্রত্যেকটা সদস্যবৃন্দ দেশের দূর্যোগ অগ্নিকান্ডের মত ঘটনা থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ভূমিকা পালন করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া। ফায়ার সার্ভিসের বোরহানউদ্দিনের স্টেশন অফিসার রুহুল আমিন। উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের দলনেতা মোঃ নাইমুল ইসলাম রনি ও তার ইউনিটের সকল সদস্য বৃন্দ। জমকানো আয়োজন ও কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালিত হয়।