দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
গরু ব্যবসায়ীর ছদ্মবেশ ধারণ করে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম শাহাবুদ্দিন (৪৯)। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমাদের থানার এসআই শামীম ও এএসআই জুলহাস গরু ব্যবসায়ী সেজে আসামিকে ধরার জন্য অপেক্ষা করেন। এরপর একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। সাজাপ্রাপ্ত আসামি শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।’
এর আগে, গত মঙ্গলবার বিকালে উপজেলার মনপুরা ইউনিয়নের কলাতলি এলাকা থেকে গরু ব্যবসায়ী ছদ্মবেশ ধারণ করে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শাহাবুদ্দিন দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের কাঞ্চন মাজির ছেলে।