1. admin@dipkanthonews24.com : admin :
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ ২৪
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০২:০৪ অপরাহ্ন

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৫৬ বার পঠিত

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. ইব্রাহীম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বদরপুর ইউপির বগিরচর এলাকার সফু বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত ইব্রাহীম ওই বাড়ির সোহেলের ছেলে।

মৃত ইব্রাহীমের মা নিলুফা বেগম বলেন, দুপুরে খাওয়ার জন্য রান্না করছিলাম। এসময় ইব্রাহীম পাশে বসে খেলছিল। তাকে সেখানে রেখে অন্য কাজে একটু দূরে গেলে ফিরে এসে ইব্রাহিমকে না দেখে খুঁজতে শুরু করি। এরপর বাড়ির সামনের পুকুরে তাকে ভাসতে দেখি। পরে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে ইব্রাহীমকে পুকুর থেকে উদ্ধার করে। তবে পুকুরে ভাসমান অবস্থায় মারা যায় ইব্রাহীম।

এব্যাপারে লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন